গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতীয় শোক দিবস পালন ।
আলমগীর কবীর
গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ আগষ্ট সোমবার বোর্ড বাজারস্থ মহানগরের ইউ টি সি চত্তরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি বেগম সামসুন নাহার ভূইয়া , গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন রিপন, মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি সেলিনা ইউনুস ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার সহ ৫৭ টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরগন, মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাত্রীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যায়।
এ সময় মেয়র বলেন , বঙ্গ বন্ধুর আদর্শ বুকে ধারন করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতির কল্যানে কাজ করে এগিয়ে যেতে হবে । শোক কে শক্তিতে রুপান্তর করতে হবে।তিনি আরও বলেন জাতির জনক প্রয়াত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের দেশ প্রেম,রাজনৈতিক দৃঢ়তাকে মনে প্রানে ধারন করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গাজীপুর মহানগর আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে ,আগামীতেও একইভাবে পরিচালিত হবে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এড.আজমত উল্লাহ খান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন আলহাজ্ব এ্যাড.মো: জাহাঙ্গীর আলম। উপস্থাপনায় ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শামীম।পরিশেষে সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাও : আক্তার হোসেন গাজীপুরি।